আসুন কিভাবে লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করা যায় আলোচনা করি। ব্যক্তি মালিকানা ও লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন এক নয়। একজন ব্যক্তি ব্যক্তিমালিকানা ব্যবসা শুরু করতে পারে। আর তার জন্য RJSC থেকে কোনো অনুমতির প্রয়োজন নাই। একটা ট্রেড লাইসেন্স দরকার সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ থেকে। তার পর ট্যাক্স সার্টিফিকেট আর ভ্যাট রেজিস্ট্রেশন করবে। ব্যাঙ্ক একাউন্ট ওপেন করবে। যদি এক্সপোর্ট বা ইম্পোর্ট ব্যবসা হয় তবে তাকে ব্যাঙ্ক সলভেন্সি লেটার, মেম্বারশিপ নিবন্ধন নিয়ে IRC বা ERC আবেদন করতে হবে। 

যাইহোক, লিমিটেড কোম্পানি নিবন্ধন করতে অবশ্যই একজন আইনজীবী বা অভিজ্ঞ ব্যক্তির কাছে পরামর্শ নিতে হবে। কেননা, এখানে অনেক কোম্পানি এক্ট এর বিষয় আছে। একদিকে কোম্পানি আইন অন্যদিকে RJSC এর নীতিমালা সমন্বয়ে একটা কোম্পানি নিবন্ধন করতে হয়। বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন Full Process of Company Registration Service in Bangladesh for local and foreigner

পেইড আপ ক্যাপিটাল বা মূলধন 

যেটা আপনি বিনিয়োগ করবেন সেটাকেই মূলধন বলা হচ্ছে। ধরুন আপনি ২০০০০০ টাকা বিনিয়োগ করবেন তাহলে আপনার কোম্পানির মোট শেয়ার কত ? ধরুন আপনার কোম্পানির প্রত্যেক শেয়ার মূল্য ১০০ টাকা তাহলে ২০০০০০ টাকার মোট শেয়ার ২০০০

অথোরাইস ক্যাপিটাল

আপনি অগ্রিম অনুমতি নিচ্ছেন যত বেশি সম্ভম আটক অঙ্ক রিসার্ভ শেয়ার যেটা ভবিষ্যতে ব্যবহার করবেন। ধরুন আপনি এক কোটি শেয়ার অনুমতি নিলেন। কিন্তু ২০০০০০ শেয়ার এখন কিনলেন আর বাকি ৯৮০০০০০ টাকার সম পরিমান শেয়ার আপনার রিসার্ভ থাকলো। আপনার ভবিষ্যতে শেয়ার বৃদ্ধি করতে আর টাকা বা অনুমতির প্রয়োজন নাই। 

পার্টনারস 

লিমিটেড কোম্পানি করতে কমপক্ষে ২ জন পার্টনার প্রয়োজন যদিও এখন ১ জন নিয়েই লিমিটেড কোম্পানি নিবন্ধন চালু হয়েছে। তথাপিও আমরা পরামর্শ দিয়ে থাকে কমপক্ষে ২ জন পার্টনার থাকায় ভালো। সর্বোচ্চ ৫০ জন পার্টনার থাকতে পারে। পার্টনারদের মধ্যে একজন চেয়ারম্যান , একজন ম্যানেজিং ডিরেক্টর আর বাকি পার্টনার ডিরেক্টর বা শেয়ার হোল্ডার হিসেবে কোম্পানির সাথে যুক্ত থাকবে। 

ব্যবসার ধরণ ও লক্ষ্য

কি ধরণের ব্যবসা করবেন তা বিস্তারিত আইনজীবী বা এক্সপার্ট কে জানিয়ে দিন। আইনজীবী ব্যবসার লক্ষ্য গুলো ঠিক করে লিখবে।  সর্বোচ ৬ থেকে ৮ টা ব্যবসা করতে পারবেন একটা কোম্পানির নিবন্ধন দিয়ে। যেটা ব্যক্তিমালিকানা কোম্পানির পক্ষে সম্ভম না। 

কোম্পানি নিবন্ধন ফী জানতে ক্লিক করুন , তার পর ফ্রি ক্যালকুলেটর এ ক্লিক করুন 

আমাদের সাথে যোগাযোগ করুন : ০১৩১৯৩৪০১৪০ (হোয়াটস্যাপ)